Italy - Touring
জুল ভার্ন তার বিশ্ব ভ্রমণ করেছিল আশি দিনে শুনলেই গা’ টা কেমন জানি শিউরে উঠত সেই কিশোর বয়সে প্রথম যখনপড়েছিলাম । আসলে জুল ভার্ন কাগজে কলমেই ঘুরে এসেছিল বিশ্বভ্রমান্ড – বস্তুত পক্ষে সে কখনো ফরাসীর বাইরে কোনদেশেই যায়নি জীবনেও ।
সেই শৈশব কাল থেকেই মনে মনে ইবন – ই – বতুতা কিংবা মার্কওপলো এর দেশ বিদেশ ঘুরে বেড়ানোর সখ ছিলপ্রকট। বিলাতে স্থায়ীভাবে অভিবাসনের আগে কেবল বাংলাদেশেই বসবাস করেছি মোট ২৪ টি স্থানে – ম্যাট্রিক পর্যন্ত পড়তেসর্বেসাকুল্যে মোট ১৪ টি স্কুলে পড়াশুনা করেছি ।
অবচেতন ভাবে কখন যে এই মনটা হয়ে গিয়েছে বিশ্ব ঘুরে বেড়ানোর ভক্ত তা আজও নিজেই উপলব্ধি করতে পারি নাই। আর সেজন্যই মনে হয় ভ্রমণের কোন প্রকার সুযোগ পেলে তা আর সহজে হাত ছাড়া করতে না করে হারিয়ে যাই – এইএকবিংশ শতাব্দীর নব্য পর্যটক মার্কও পলো অথবা ইবন– ই – বতুতার মত । ঠিক এমনি ভাবেই গত ১৩ই অগাস্ট হারিয়েগিয়েছিলাম জীবনের সকল কোলাহল, নিত্য নৈমত্তিককাজকর্ম থেকে সন্তর্পণে পালিয়ে গিয়েছিলাম এক সপ্তাহের জন্য —— গন্তব্য সেই জগত বিখ্যাত পর্যটক মার্কও পলোর শহর ভেনিসে ।
Comments
Post a Comment