ESSENCE OF FRIENDSHIP BY IMRAN CHOWDHURY

বন্ধুত্ব  
এপ্রিল মাস এ  সব  বারের  মত এবারও হলিডে  বুক করা ছিলো | ইস্কুল  শুরু হবার আগে  প্রতেক  বছরই  আমরা  অগাস্ট  বেঙ্ক হলিডে তে আমরা তাই করে থাকি -  গত বিশ বছর যাবৎ এভাবেই চলে আসছিল -  এবার ই তার বেতিক্রম ঘটলো : অল বীকজ অফ ফের্ন্দ্শিপ  ; গত শুক্র বারে এসছে আমার চত বেলার এক বন্ধু -  এক সাথে ইস্কুল জীবনের অনেক  স্মৃতি বিজতিত এই. বন্ধুত্ব | 

ওর ডাক্তারী কনফারেন্স - গুরু ধক্ষিনা এইসব বিভিন্ন বিসিনেস থাকায় : রবি বারের দেখা হয়ে উঠে নাই| 

মঙ্গল বারে এক সাথে সময় কাটাবো এবং ওদের সবাই কে লন্ডন দেখাবো বলে  : ওরা তিন জন কে যেতে বললাম আমাকে ছেড়ে  রেখে | 

একজনও মোটেও খুশী না - এভাবে আমাকে  ছেড়ে হলিডেতে যাওয়া  তা | 

কিন্তু, বন্ধুর সাথে দেখা না করে  হলিডেতে  যাব কিভাবে , ভেবেই আজ একা একা  বসে বসে লিকছি আর ভাবছি 
"wishing to be a friend is a quick work

but friendship is a slow ripening fruit"

said by "Aristotle "

Comments