A Bengali Language Post by Imran Chowdhury of UK
সমরে কমর বেধে কোমরবন্ধ পরিধান করে আমি বৈগান্নিক নাবিক প্রতাগনিস্ট এক বিশাল|
হাতে একদা ছিল মশাল এখন জাম্বুরা কচিকলাপাতা
| গর্জে উঠি সমরের শমশেরের উচ্চ হুঙ্কারে | ব্রাকেটে পদাঘাত থেকে গ্যান বিকশিত পান্ডিত্ব ঘম্ভির |
পানিপথের মান সিংহ দেখতে হায়েনা | রক্ষী ব্যবসা রাখিব চাঙ্গা নিয়ে সব প্রতিগ্গা | নাহলে কে সে ? হনু আমি নব্য আতেল | পটলের সুবাসে পানি পূর্ণ গহ্হবর | জমি - যুদ্ধ - চামচ করিতে হইবে জয় |
পরকালের পরকীয়া আচ্ছন্ন | বিচ্ছিন্ন বিবেক - রাষ্ট্রবিজ্ঞান - উন্মাদ - সর্ব নলেজে বিভীষিকাময়|
বৃথা আস্ফালন কুম্ভকর্ণ সমাজ এর সামাজিকতায় : দেশ গড়ার শপথ আবার করো |
বদলে গেছে প্রেক্ষাপট
সহযোগিতা সংকট , গন্ধ বিধুর ধুপ্ব নিভু নীভু গোধলির সঙ্গমে | রবিতে বৃহস্পতি : দুনিয়াটা সয়্লাব কে কত চাটুকারিতায় পারদর্শিতা নিরিখে|নিখিল আকাশে নিখীল অবলোকন | ঈদুর দৌড়ের অন্নিচ্চায় নিমগ্ন চাতক | কনকনে উত্তরের সমীরণ : বান্নিজ্যে লক্ষী রক্ষী | বিবেক নির্বাসনে - সুবচন তো ভেগেছে অনেক প্রাতে |
Comments
Post a Comment