JASMINE TREE IN MY GARDEN
£ ১.৯৯ পাউন্ড দিয়ে একটা জেসমিন ( হাসনা হেনা )গাছের চারা কিনেছিলাম সেই ২০০৫ সালে হার্টফোর্ড এর একটা বিশাল ঢাকা এয়ারপোর্ট এর থেকেও বড় এবং বিশাল টেসকো থেকে. ঢাকা বিমানবন্দরের সমান তিনটা টার্মিনাল জায়গা হবে এই দোকানে , ভিতরে হারিয়ে যাওয়ার মত অবস্থা ; হারানো বিজ্ঞপ্তি দেয়ার মত ,
বাসায় এনে কোথায় বপন করি গাছটা ? অনেক ভেবে কিনে আনলাম এই খানদানি লৌহকপাট মার্কা আর্চ গেট ; ভাবলাম এই গেটের মধ্যেই সরীসৃপের মতো একে বেকে গাছটা বেড়ে উঠবে একদিন আর আমরা যখন বাগানে বসব তখন
হাস্নাহেনার সুবাসে বিমোহিত হব ; সত্তিই তাই... .. এখন দেখলে মনটা জুড়িয়ে যায় ...." ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায় ...... "
Comments
Post a Comment