Out of Bound - নিষিদ্ধ যাতায়াত

নিষিদ্ধ যাতায়াত 

মহা প্রলয়ের আমি রণ ক্লান্ত - আমি সেই দিন হব শান্ত যবে উথপিরিতের ক্রন্দন রোল আকাশে বাতাসে রণিবে না। ....
হঠাত দুপুর বেলা দরজায় নক - খুলে দেখি সদা হাস্সজল ভাইজান দাড়িয়ে আছে। ...মেঘলা আকাশ - নিস্তব্দ সম্পূর্ণ বাসা - সায় দিপ্রহরের দিবা নিদ্রায় মগ্ন;

চারিদিকে থম থমে ভাব - উত্তপ্ত মহাসড়ক - চারিদিকে চলছে মিছিল মিটিং ভাংচুর বিক্ষিপ্ত জনগণ।  ১৯৪৭ সালের মসুলমান পাকিস্তানিদের আর সহ্য করা সম্ভব নয়। 

দেশ -জাতি- সব একই সুতায় বাধা - এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম ; 
বিশাল আওয়াজ করে গর্জে উঠলো সবের জেট - প্রকম্পিত ধরনী। 

নিজের দেশের বাসিন্দাদের তারা বোমা মারছে আকাশ থেকে ? 

২৫ শে মার্চ সেই কালো রাত। ...বিভীষিকা - নির্মম হ্ত্তাযোগ্য - ইতিহাসের বর্বরতম অধ্যায় 
নিরীহ - রিক্সাচালক, দিন মজুর, ফুটপাথের নিদ্রারত মানুষকে নির্বিচারে হত্যা, ধর্ষণ,জালিয়ে, পুড়িয়ে দেয়া এ কেমন রাষ্ট্র

নিরীহ হাজার মানুষের কাফেলা ভৈরব বাজার ব্রিজ পার হয়ে পায়ে হেটে হেটে  , আবাল ,বৃদ্ধা, শিশু, আসছে এ যেন এক জন সমুদ্দ্র। .......সাধীনতা সংগ্রাম শুরু ???

শেখ মুজিবের সেই বজ্র কন্ঠ , সেই ব্যারিটন আওয়াজ সেই আহ্বান আকাশে বাতাসে প্রকম্পিত। ....
 প্রথম এবং শেষ আহবান। 

গর্জে উঠা সে ফাইটার প্লেন বোমা মেরে ব্রাহ্মনবারিয়া শহর টাকে ৩৯ মিনিটে তছনছ করে দিয়েছিল সেই এপ্রিলের গোধলিতে । ...আজ ৪৩ বছর পর  মনের কানে সেই আওয়াজ ভেসে আসে ,,,,
আজ  ও শিহরণ উপলব্ধি করি মেরুদন্ডে।.....

চলবে। .......





Comments