মশা মহামারি বাংলাদেশে

যাচ্ছি কি ক্রমশ আমরা হেরে
মশা কি ফেলছে মোদের ঘিরে ।
সুখ নাই কেন আজ সুখের নীড়ে
জীবন বিপন্ন লক্ষ মশার ভিরে ।
দোষ কাকে দিয়ে পাওয়া যায় পার
এই মহামারীর ত্রুটি যেন সবার ।
পরিত্যক্ত জলাশয়, আবর্জনার স্তুপ
সকলেই মুখ বন্ধ প্রতিবাদ নিশ্চুপ ।
সরকার এর দায় নয় সকল কিছু
নাগরিক কর্ত্যবও নিতে হয় মাথাপিছু ।
আবর্জনা, জলাশয়, পরিত্যক্ত খাদ্য
সকলেই গাইছে প্রতিপত্তির গান ও বাদ্য ।
মশার কামড়ের প্রকোপে জাতি বিরক্ত
ডেংগু কাকার ব্যায়ের চাপ অতিরিক্ত ।
পরিস্কার কর শহর বন্দর রাস্তা নগরী
সরকার শুধু নয় জনগন করত: দরকারী ।



Comments