To A Valiant Freedom Fighter of 1971



আমাদের প্রিয় বি বি সাব 


সবাই করে সকল কাজে তাঁকে টোকাই
কিচ্ছুই তাঁর আর ভালো লাগে না ধুর ছাই
মনের দুখে ইচ্ছে করে একবার ভাবে বনবাসে যাই 
পেশি, বেস্তি, বিস্তারা, লঙ্গর পিটি সু ফটিক সবই হয় তাঁর টোকাই
বলল তাহের সাব বিবি দুঃখে সে নাকি এখন মনে করে নিজেকে ভোদাই
এক পয়সার দাম তাঁকে দিত না নাকি পল্টনে কেউ 
সুরমার জলে নাই আজকাল আগের মত কোন ঢেউ 

৭১ পাকিস্তানিদের বাঙ্কার এ ঢুঁকে ছিনিয়ে নিলো তাহের এল এম জি
তাই না শুনে তাঁকে বীর বিক্রম দিল জেনারেল ওসমানী এম এ জি 

রণাঙ্গনের ত্রাস আমার তাহের আলী বিবি - সম্বোধন করি তাঁকে বিবি সাব
জানিনা আজ কোন অজ পাড়াগাঁয়ে হারিয়ে গেছেন এক দম লা জবাব 

বীরের বীর গাঁথা লেখিনি কেউ তাঁর - অকুতোভয় সেই পাঞ্জেরি হুশিয়ার 
পাইনি কোন রাস্তা তাঁর নামে কোথাও - জাতি বেসামাল সময় নাই এসব ভাবিবার

কামানের গোলা - বৃষ্টির মত গুলি ধান খেতে শায়িত তাহের খুঁজছে শত্রুর বাঙ্কার 
যেমনেই হউক আনতে হবে ছিনিয়ে শত্রুর এল এম জি খানা দিয়ে বজ্র হুঙ্কার ।

শীতকালীন মহড়ায় সারারাত ঠাণ্ডায় কম্পিত হয়ে শুনছি তব বীরত্বের বিষাদ সিন্ধু
কি প্রত্যয় - কি প্রতিজ্ঞা দেশ কে শত্রু মুক্ত করিবার দিয়ে প্রয়োজনে শেষ রক্ত বিন্দু । 

তাহের তোমরাই হলে না গায়িত গান - জাতি অকৃতজ্ঞ দিওনা লক্ষ্মীন্দরের শাপ
শুনেছি নিরাপত্তা দারওয়ান বেসে - প্রহরা দিতে অভিশপ্ত নাচনে ওয়ালিদের ক্লাব 

লজ্জায় অবনত মস্তিষ্ক - তোমাদের কৃপায় আজ বলিয়ান 
কেউ কেউ রেখেছে তোমাদের স্মৃতি হৃদয়ে চির অম্লান ।




[ আমার সিনিয়ার জে সি ও সুবেদার তাহের আলী বীর বিক্রমের স্মরণে - জানিনা উনি আজ কোথায় - বেশ কয়দিন যাবত কেন জানি ওনাকে মনে পড়ছে বার বার - বয়স তাঁর এখন ৭০ - ৭৫ হবে - জানিনা জীবিত আছেন কিনা ]

Comments