বাংলা ; বোহেমিয়ান কেন তুমি
অনেক দিন যাবৎ বাংলায় লিখি না
কেন লিখিনা তা তো জানিনা
বাংলায় আর মনে হয় আজকাল ভাবিনা
বেবাগী নিঝুম সেই ঘাস উঠা আংগিনা
নির্লিপ্ত নিঃশ্চুপ বধির কেন সে মানতে পারিনা
রাত গভীর বৃষ্টি স্নাত কানির্শের শামিয়ানা
গান শুনে পাড়া পড়শীর ঘুম ভাঙাতে চাহিনা
বাংলায় কথা বলতে কাউকে কেন শুনিনা
ভয় ও করে যদি আবার কেউ করে মোরে জরিমানা
Comments
Post a Comment