অনেক দিন ধরে লেখা লেখি বন্ধ

অনেক দিন ধরে লেখা লেখি বন্ধ 
সময় আজকাল একটা দুষ্প্রাপ্য কমোডিটি 
সুপ্ত প্রতিভা গুলো এক্সটিংশন এর অপেক্ষায় 
বাজারে নব্য আঁতেলের মহাসমাবেশ প্রকোপ 
সাহিত্য চর্চা ছেড়ে দে মা কেঁদে বাঁচি 
কোমর ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে পূর্ব পশ্চিমে 
মস্তিস্ক্য অনুর্বর গড়ের মাঠের সম বিস্তৃত খোলা ময়দান 
হিজাবে সংকোচিত রূপসীর গোলাকৃতি অবয়ব 
শাড়ি ব্লাউজ আঁচল নির্বাসনে, ভাষায় পরদেশী বাক্য 
ভিনদেশি ভদ্রতায় আদ্র সমাজ ও সামাজিকতা 
কেউ পড়েনা আজ আর কবিতা, শোলক ও পুঁথি 
খনার বচন অবলুপ্ত - সাহিত্য বন্দী ঘোড় শোয়ারের চাবুকে 
সংষ্কৃতি বিকাশে ব্যস্ত এক মহিয়সী মহা দল - স্বাগতম 
বারবারা,কলিন নামের সাইক্লোনের দাপটে শৈত প্রভাহে হিমশিম 
মহিলা সন্ত্রাসীর আগমনে শংকিত ললনা সমাজ 
একি - মহা সমস্যা বিশ্বায়ন এর সন্ত্রাসী রূপ

Comments