তুমি কে ও হে - প্রাচীন নগরী ? A Bengali Poem by Imran Chowdhury
তুমি কে ও হে - প্রাচীন নগরী ?
হারানো নগরীর প্রাসাদ হারানো রাজপুত্রের রাজকন্যা
তুমি কি করিবে পুনরুদ্ধার মহেঞ্জেদারো ?
সিন্ধু বিধৌত পলি নিয়ে লুসাই জলপ্রপাতে
ভাসিয়ে দিলে বাণে অট্টালিকা প্রাসাদ জনপদ
একদিন এনে দিয়ো মোর প্রেতাত্মাকে আমার প্রাচীন নগরী
হরপ্পা - মহেঞ্জাদারো আমার হারানো ঐতিহ্য ও সভ্যতা
রাঙা পলিতে ভাসিয়েছিল আমার সাধের দহলিজ আমার চিলেকোঠা
হারানো স্মৃতি নিয়ে গেয়েছি অনেক গীত
ও হে আমার প্রাচীন নগরী - এনে দিয়ো মোর নগরী ফিরায়ে একদা
পলি মাটিতে চাপা পরা রাজ সিংহাসন
তরবারী, বল্লম , লোহার টুপি ,বাসন কোসন
মৎস, শেওলার আস্তরণ পিচ্ছিল অন্দর মহল
নিশ্চল , নি:শব্দ নেই কোন কোলাহল
Comments
Post a Comment