বিলাতি গরম - Summer in UK - By Imran Chowdhury of Northampton
বিলাতি গরম
ওরে বাবা রে বাবা একি গরম
অসহ্য এক জ্বালা চিজ ও হয়ে গেছে নরম
যুবতীরা উন্মেচিত নেই যেন কোন শরম।
পার্কে পার্কে ঘুমিয়ে আছে পথিক
রোঁদে শরীর ঝলসানো ওদের বাতিক।
অর্ধ নগ্ন - প্রায় উলঙ্গ মহিলা ও লোক শুয়ে থাকে ঘাসে
কস্মিন কালে ভদ্রে এমন তাপমাত্রা আসে
সুস্খ সবুজ ঘাস বাদামি যেন সূর্যের সুনামী
রেল লাইনে লৌহ তাপে বৃদ্ধি চলবে না ট্রেন আগামী
জানালার উপর ভুঁ ভুঁ করছে একগাদা মৌমাছি
রানীর জন্য বেস্ত বানাতে ওদের মৌচাক বাজাচ্ছে তীক্ষ্ণ এক বাঁশি
কান ঝালাপালা গুন গুন ভুঁ ভুঁ এর আওয়াজ শুনে
কীটপতঙ্গ নিয়ন্ত্রণ দল আসলে বুঝবে ও জ্বলবে ওরা তেলে বেগুনে
গ্রীষ্ম কালের নীল আকাশে ড্রোন
মাকড়সার মতো উড়ছে সারাক্ষন
গরমে অতিষ্ঠ পথিক একা
দূর মাঠে দেখতে যেন পাচ্ছে মরীচিকা
ইমরান চৌধুরী
১৯-৭- ২০১৬
Comments
Post a Comment