হারিয়ে যাওয়া পংক্তি গুলো - A bengali Poem by Imran Chowdhury of Northampton


হারিয়ে যাওয়া পংক্তি গুলো 





এধার ওধার বৃষ্টি ঝরছে 
তালের পাতা দুলছে
কী এক শুন্যতায় 
শান্তিহারা আমি 
উজাগরী রাত কাটে
শুন্যতার ভারে 
আকাশে তারার প্রপাত 
বাবুই পাখিদের বাসা গুলি 
বিধস্ত প্রায় 
আমার চৈতন্যে তখন 
সন্ধ্যা মালতি উজাড়
স্তবকে স্তবকে ....!


 ইমরান চৌধুরী  মুন্না 
সুবিদ বাজার 
সিলেট 
বাংলাদেশ 
জুলাই ১৯৮১

Comments