হারিয়ে যাওয়া পংক্তি গুলো - A bengali Poem by Imran Chowdhury of Northampton
হারিয়ে যাওয়া পংক্তি গুলো
এধার ওধার বৃষ্টি ঝরছে
তালের পাতা দুলছে
কী এক শুন্যতায়
শান্তিহারা আমি
উজাগরী রাত কাটে
শুন্যতার ভারে
আকাশে তারার প্রপাত
বাবুই পাখিদের বাসা গুলি
বিধস্ত প্রায়
আমার চৈতন্যে তখন
সন্ধ্যা মালতি উজাড়
স্তবকে স্তবকে ....!
ইমরান চৌধুরী মুন্না
সুবিদ বাজার
সিলেট
বাংলাদেশ
জুলাই ১৯৮১
Comments
Post a Comment