A few lines of reflection

হয়ে গেল এক পষলা তুষারপাত

ঘুমাই নাই ওরা কতিপয় সারারাত

প্রকাশনা যন্ত্র কেমেরা বাললে বলে 

জগতটা চলছে ভিন্ন কৌশলে 

গতি তরান্বিত মাউস গিগাবাইটে 

আবেগ জাজাকাললাহ সহি নিয়তে

সিয়াম সাধনার তদবীর ফজিলত

জীবন দু'দিনের বদলাও তরীকত 

ত্যাগী ছাঁচচা নিষিদ্ধ ঐ হরকত 

Comments

Popular Posts