Liberation war of 1971 reminiscing by Imran Chowdhury
মুক্তি যুদ্ধ এর বই বা লেখা পড়তে গেলে কখন্ যে রাত ফুরিয়ে যায়... তা বুঝ তেই পারি না ;
পড়তে পড়তে হারিয়ে গিয়েছিলাম সেই বিভিশিখা ময় দিন গুলোতে
রেসনের লাইন ; চোখ উঠা লাল চোখ : ক্ষুদা : জঙ্গল থেকে লাকড়ি কেটে আনা : সারা রাত আখাউড়া আর সালদা নদী - মন্দভাগ এর আর্টিলারী সেলিং এর বিভথ্শ বিকট ভয়ার্ত আওয়াজ : মনে হতো এই বুঝি গোলা টা পরবে
আমাদের ঘরের উপর - নিমিষে নিশ্বেষ হয়ে যাব আমরা সবাই|
সারা রাত ভয়ে ঘুমাতাম না | ইন্ডিয়াতে যেয়েও , সেই ভয় নয় মাসেও কাটিয়ে উঠতে পারি নাই |লেখা গুলো পড়তে যেয়ে ভেসে উঠে কত ছবি - চেনা মুখ - অনেক কুথ্শিথ চেহারা - অনেক স্নেহ - অনেক বিনিদ্র অনিশ্চয়তা - জীবন সংগ্রাম এবং সংকল্প | বাস্তবতা হাতে কলমে শেখা |
অ যেন ছিল আমার জীবনের সবচে ' বড় বিদ্যানিকেতন |
জীবন টাই আসলে একটা বিরাট বিদ্ধাপীঠ :
Comments
Post a Comment