Reminiscences of the youth

সতত হে নদ সতত পরো মনে 
গ্রাম ছাড়া ওই তবলছড়ির পথে
বনরুপা হয়ে বালুচরে সুবিদ সুবোদ
যুবকের বেশে 
ভাটিয়ারীর পাহাড়ের মসৃন 
লজ্জাবিতি গাছ
সতত হেন নদ সতত পরো মনে


Comments