আমার দেখা বিজয় ক্ষণ





আমারস্মৃতিতে বিজয়


আগরতলার সেই কাঠাল বাগান ঘেরা সুর্জোমনিনগরে 

শীতের গোধলি ক্ষণে ইথারে এলো ভেসে দূরে 

 পাক হানাদারের আত্মসমর্পণের কথা 

নিমিষে ভেসে গেল শরণার্থী শিবিরের সব দুক্ষ  আর  ব্যাথা 

স্বস্তি, আত্ম বিশ্বাস, আনন্দ অশ্রু নেত্রে 

উন্মোচিত এক নতুন দিগন্ত অনুভুতিতে 

আবার সপ্ন, বিজয়ের চিত্কার,হানাদারদের প্রতি  জঘন্য ঘৃনা ও জালা 

ওদের অপমান যাইবে কি সহজে ভুলা 


উত্কন্ঠায় রাত্রি যাপন, ঘুম বিহীন বিছানা শীতল 

এপাশ ওপাশ করে কাটিয়ে আসিল  সকাল 

কখন আবার যাব ঘরে  ফিরে 

মুক্ত দেশে আমারদের সেই সবুজ নিভৃত  নীড়ে 

রেশন, লাকড়ি কাটা, রেড ক্রস্সের চিকিত্সার লম্বা লাইন এর  অবসান 

ক্ষুদে মুক্তি যোদ্ধা না  হতে পারার আস্ফালন 

মেলাঘর থেকে পাঠানো ওস্তাদের হুঙ্কার

 শেষ হয়ে গেল অস্ত্র হাতে ঝাপিয়ে পরার সেই  অহংকার 


আনন্দের অশ্রু চোখে 

অনেক আশা, প্রত্যাশা, বিজয়ের গর্ব নিয়ে বুকে 

 সেই বিজয়ের সৃতি অতি 
আবেগঘন



আজ একচল্লিশ বসন্ত পরেও অটুট ও অম্লান 

ইমরান চৌধুরী 







Comments