Atrocity in Paris and aftermath

প্যারিস নগরী স্তব্ধ বধির 
 শিক্ত নগরীর বাসিন্দাদের অশ্রুতে| এ কেমন পশুত্ব  নিরীহ জনগনের উপর | যুগে যুগে জনগণ মন অধিনায়কদের ভুলের শিকার | সারা সপ্তাহ অক্লান্ত পরিস্স্রমের পর প্রশান্তিতে বিধ্স্থ জীবন | এ কেমন বর্বরতা | সৈন্য আঘাত করো সৈন্যকে সমুখ সমরে ;চোরাগুপ্তা নিরীহ পথচারী নুন আনতে পান্তা ফুরায় - একটু আন্নন্দে কেন অনীহা | পশ্চাত্গামী ধর্মীয় নামাবলোম্বী জম্বী আবার কবে মানুষ হবি  ? আমার প্রিয় ধর্মকে আর দিও না অব্বক্ষয় | আমরা শান্তি প্রিয় ধর্মানুরাগী জনগণ থাকিনা গুহায় অথবা কামানের পরিখার পাশে - তোমাদের বানানো গল্পপ্রসুত নতুন এই ধর্মের মোড়কে পেচানো উপহার মোদের  নিস্প্রয়োজন - এখনও কি  তা  তোমরা পারনি উপলব্ধি করতে | ধর্মের নাম  এ অনুগ্রহ করে করোনা মানবতা কে জিম্মী |অচল হুমকির প্রলাপে আপামর প্রাচ্য - নগরী স্থবির - নিরব চেচামেচি বিহীন শিশুদের নার্সারী : বিদ্যা বিঘ্নিত  | মানবিকতা ও মানসিক গুনাবলী শিক্ষার বিদ্যাপীঠ তালাযুক্ত  : কি চাও ? 
শতাব্দী যাবত নিষ্পেষিত নিজ রাজকীয় শাসনে কিন্তু নজর অন্যের প্রশাসনে ও লোক্শাসনে  | কায়েম কর না শান্তি আপন লোকালয়ে  অতপর : অন্যরা | 

আজ প্যারিস কাল রোম পরশু বেলজিয়াম  তরশু ফ্রান্ক্ফ্রুট শেষ কোথায় ? 

ধর্মের নামে অধর্মীয় বর্বরতা বিবেক বিসর্জন  এ প্রশান্তি -  
শান্তির  আগমন তিরোহিত করছ সবাই মিলে ; 

কবে হবে বন্ধ এই অগ্নিখেলা ?

Comments