20 October 2015

Drowning in a quicksand

যখন আমি  ৭-৮ বছর বয়েস দাদী একবার আমাকে গোপিনাথপুর নিয়ে গিয়েছিলেন 

জীবনেও ভুলবো না সেই সৃতি  : বিলে গেলাম খাডি ( শুদ্ধ নামটা এখনো জানি না ) 

দল বেধে সবাই পানি উঠানো শুরু করলো  আমি - শামু ভাই আর শফিক পেটলা দাদা এক সাথে 

হঠাত আমি পড়ে গেলাম উতলার মধ্যে .... ১-৩ মিনিটের মধ্যে গলা পর্যন্ত ডুবে গেলাম : শামু ভাই সামু ভাই বলে ডাকছি , উনি শুনেই না .... মানুষের চিল্লা চিল্লিতে ... এদিকে আমি তো অতল গর্তের পিচ্ছিল কাদায় প্রায় ডুবে যাচ্ছি .... যাচ্ছি .... যাচ্ছি এমন সময় শামু ভাই তাকায়ে দেখে আমি প্রায় ডুবে গেছি....

তারাতারি উনি আর শফিক দাদা মিলে টেনে উঠায়া  ওই যাত্রা আমার জীবন তা বাচিয়েছিল 

শামু ভাই এর কাছে আজ ঋণী জীবন তা ফিরিয়ে নিয়ে আসার জন্য 

১৯৭৮ সালে শেষবার ওনার সাথে দেখা হয়েছিল ঐদিন অনেক হাসাহাসি করেছিলাম ঐটা নিয়ে...

একটা বিরাট জোকার ছিল শামু ভাই.... 

Featured post

'' পাহাড়ে কয়েক টা দিন ''

'' পাহাড়ে কয়েক টা দিন '' এ প্রিল ১৯৭৯ রাঙামাটি রিজার্ভ বাজারের লন্চ ঘাটে গফুর হাজীর লঞ্চে উঠলাম : নিজাম ; লন্চ মাল...