29 September 2015

OLD MEMORIES : by Imran Chowdhury

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই সেই অতি পরিচিত চুয়াডাঙ্গা রেল টেসন   | অতীত জীবনের অনেক স্মৃতি বিজরিত এই সেই চুয়াডাঙ্গা | ১৮৬৪  সালে নির্মিত | আর এম এস এসে চিঠি পোস্ট করা , পেন ফ্রেন্ড দের চিঠি : প্লাটফর্মের ওই ছোট  কিয়স্ক থেকে রাশিয়ান বই কেনা | হলদে ঝুটি মুরগিটি  - লিও তলস্তয়ের ওয়ার এন্ড পিস - উদয়ন ক্রয়. করা  | দর্শনা - ইশর্দি তে একটা স্টিম  ইঞ্জিন ট্রেন চলত : ওটায় উঠে ইসর্দি অথবা দর্শনা যাওয়া : প্রথম শ্রেণির কামরায় উঠে জানালা দিয়ে প্রকিতি অবলোকন করতে করতে গন্তব্যে পৌঁছা ~ গভীর রাতে শাহ মখদুম মেল ট্রেনে উঠে রাজশাহীতে যাওয়া | সিরাজ্গঞ্জ  - স্কাউট কেমপিং এর জন্য সব বন্ধুরা একত্রে মিলিত হতাম : সেই পরিচিত মুখ গুলো আজ ভেসে উঠে স্মৃতির কেনভাসে : সুটুক হালিম , মানিক , বেলাল , তোতন , ঝন্টু , শহিদুল , হেলা , শহীদ আলাউল ট্রুপ , পন্ডিত স্যার আরো কত চেনা মুখ. নেমেই কালীয়প্দর দোকানে  সদ্য বানানো মচ মচে সন্দেশ আর চমচম : লেডিকেনি মিস্টি খাওয়া : আজ ও  অম্লান স্স্মৃতির চিলেকোঠায় |

ওভার ব্রিজের উপর অলস বিকালে বিনোদন  : ট্রেন স্পটিং করা ; পরীক্ষার আগে  রিভিসন  করতে করতে রাতে ২  তার সময় গরম চা খেতে যাওয়া : গরম হেন্ডেল বিহীন কাঁচের  হাফ গেলাসে চা খাওয়া : এক সিঙ্গেল চা আর একটা পাইলট বলে  মেচিয়ার জোরে চিল্লায়ে উঠা  : কত স্মৃতি বিজরিত সেই চুয়াডাঙ্গা স্টেসন  : 
জগতি এক্সপ্রেস এ উঠে পরাদাহ হয়ে কুস্টিয়া হয়ে রবি ঠাকুরের কুঠি বাড়িতে যাওয়া : সেই নৃপেনের দু বিঘা জমি টা দেখতে  যাওয়া : সে অনেক ইতিহাস বিজরিত আমার প্রিয় চুয়াডাঙ্গা টেসন : 

Featured post

'' পাহাড়ে কয়েক টা দিন ''

'' পাহাড়ে কয়েক টা দিন '' এ প্রিল ১৯৭৯ রাঙামাটি রিজার্ভ বাজারের লন্চ ঘাটে গফুর হাজীর লঞ্চে উঠলাম : নিজাম ; লন্চ মাল...