14 November 2012

I

ইদুর দৌড় এ কি তুমিও একটি ইদুর?সহানুভুতি  ও সহমর্মিতা, সহ্য  ক্ষীন তব অতি 

উন্নাসিকতা উন্নয়ন না এনে আনে অনেক অনেক ক্ষতি 

স্বার্থ, টাকা এবং লোভ এটাই যেন জীবনের  একমাত্র লক্ষ্য 

চাল চলনে সামাজিকতা,সহানুভুতির নাই কোনো প্রকার সাক্ষ 


জীবিকার ইদুর দৌড়ের সবাই ওরা অতিব চত দাবার গুটি 

অধ্যয়ন তো নাই, তাই সকল কথায় খুনসুটি 

দেশ, জাতি, সমাজের ওরা এক ধরনের রোগ 

সময় কম করে নেও যত করতে পর ভোগ 
  

ইমরান  চৌধুরী 
 


Featured post

'' পাহাড়ে কয়েক টা দিন ''

'' পাহাড়ে কয়েক টা দিন '' এ প্রিল ১৯৭৯ রাঙামাটি রিজার্ভ বাজারের লন্চ ঘাটে গফুর হাজীর লঞ্চে উঠলাম : নিজাম ; লন্চ মাল...