13 July 2012

POETRY OF REMINISCENCE

~ ~সৃতিতে সৃতি ~ ~


শীতের প্রচন্ডতায় কাবু প্রায় এক প্রত্যুষে
  

কাক ঢাকা ভোরে বিদায়  দিয়েছিলাম সকাশে 


অমবস্যা কালো সেই সকাল আজ মনে আসে তুমি ও তোমাকে 


মনের চিকন গলির রুগ্গ্ন সেই জরাজীর্ণ দালানের চিলে কোঠায় সমূক্ষেবিমানের শব্দের প্রকটাই স্র্তিতে প্রছন্ন আচ্ছাদন বেশে 

সাগর,মরুভূমি,সাগর,বরফ আচ্ছাদিত পর্বত চূড়া শেষে 


সৃতিগুলোকে ঢাকা দিবার অপপ্রায়শে 

বারে বারে উঠিত সেই অতীত ভেসে 


বিশ বসন্ত পর 
সব আজ সৃতি আজ মন্থর - অবান্তর 

Featured post

'' পাহাড়ে কয়েক টা দিন ''

'' পাহাড়ে কয়েক টা দিন '' এ প্রিল ১৯৭৯ রাঙামাটি রিজার্ভ বাজারের লন্চ ঘাটে গফুর হাজীর লঞ্চে উঠলাম : নিজাম ; লন্চ মাল...